শহিদুল ইসলাম, উখিয়া।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈন উদ্দিন তার নিয়মিত সাড়াশি অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে উখিয়া সদর ষ্টেশনের হোটেল আরফাতে ২য় তলায় অবস্থিত উখিয়া ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়েছে।
এ সময় তার দন্ত চিকিৎসকের কোন বৈধতা না থাকার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করে। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে। এর আগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মরিচ্যা বাজারে জেনারেল মেডিসিন সেন্টারে বসে ভূয়া চিকিৎসক সেজে রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগে মোহাম্মদ কামরান উদ্দিন নামের এক প্রতারক চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়া ২টি মুদির দোকানে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন খাবার পরিবেশনের দায়ে ১ হাজার ৩ শ টাকা সহ মোট ৮১ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন সাংবাদিকদের জানান, যে কোন সময়ে যে কোন পরিস্থিতিতে সম্ভাব্য স্থানে সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।