নিজস্ব প্রতিবেদক, রামু।
রামুর বিশিষ্ট ব্যাংকার ও খিজারীয়ান ৮৬’র সদস্য আকতার কামালের পিতা আনু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত সোমবার ২৮ মার্চ রাত আটটায় চট্টগ্রামের চট্টেশ^রীস্থ মেঝ ছেলের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি বিগত দশ বছর ধরে শ্বাসকষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আনু মিয়া রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের পূর্ব মোহাম্মদপূরা এলাকার মরহুম হাজী আলী হোসেনের ছেলে।
মঙ্গলবার ২৯ মার্চ বেলা ১১ টায় রামু পূর্ব মোহাম্মদপূরা আলী পুকুর জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
নামাজে জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে পিতার জন্য দোয়া মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, মরহুমের মেঝ ছেলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও খিজারীয়ান ৮৬’র সদস্য আকতার কামাল।