আন্তর্জাতিক ডেস্ক:
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানেকোনো একটি ধর্মের প্রচার-প্রসার হতে পারে না বলে দক্ষিণ আফ্রিকার একটি আদালতের আদেশে বলা হয়েছে।
বাকিদের বাইরে রেখে একটি ধর্মের পৃষ্ঠপোষকতা করা হলে তাস্কুল আইনের লংঘন বলে জোহানেসবার্গ হাই কোর্টের আদেশে বলা হয়েছে।
অন্যান্য ধর্মের তুলনায় খ্রিস্টান ধর্মকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলে দক্ষিণ আফ্রিকার ছয়টি স্কুলের ধর্ম নীতিকে অবৈধ ঘোষণার অনুরোধ নিয়ে আদালতে যায় দ্য অর্গনাইজেশন ফর রিলিজিয়াস এডুকেশন অ্যান্ড ডেমোক্রেসি (ওজিওডি) নামের একটি সংগঠন।
দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের স্বার্থে পাবলিক স্কুলে বিশেষ কোনো একটি ধর্মকে সুবিধা প্রদান অনুমোদন করা উচিত নয় বলেযুক্তি দেয় তারা।
ওই ছয়টি স্কুল, মৌলিক শিক্ষা ও বিচার বিষয়ক মন্ত্রী, স্কুল পরিচালনা পর্ষদের জাতীয় সমিতিকে বিবাদী করা হয় আবেদনে।
বিচারক উইলেম ভ্যান ডার লিনডে বুধবার আদেশে বলেন, রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় আচার পালন করা যেতে পারে, যতক্ষণ পর্যন্ত সেগুলো সমতার ভিত্তিতে হয় এবং তাতে অংশগ্রহণকারীরা স্বেচ্ছায় আসেন।
স্কুলগুলোর কোনো একটি ধর্মের উপর আলোকপাত করার অনুমোদন নেই জানিয়ে ওই আবেদনের পক্ষে অবস্থান ব্যক্ত করেন দক্ষিণ আফ্রিকার মৌলিক শিক্ষা মন্ত্রী অ্যাঙ্গি মোতশেকগা।
রিপোর্ট বিডিনিউজের।