খালেদ হোসেন টাপু:
কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি বড় ঝর্না সংলগ্ন সমুদ্র থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পুরুষ ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে স্থানীদের মাধ্যমে খবর পেয়ে হিমছড়ি বড় ঝর্না সংলগ্ন সাগর থেকে উক্ত অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে। এদিকে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
রামু থানার এস আই মোতাহের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকৃত বিষয়টি উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।