শহিদ রুবেল,উখিয়া:
উখিয়ার বালুখালী বিজিবির জোওয়ানরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন দুই রাখাইন যুবককে আটক করেছে।
শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়।
আটককৃত দুই যুবকের কাছ থেকে নগদ ২০ হাজার ৭শ টাকা, তামাকের পাইপ ৩শ ৫০পিস, শার্ট ৪টি, ভান্তের কাপড় ১ পিস, লুঙ্গি ৫ পিস, প্যান্ট ৪টি, মোবাইল ব্যাগ ৫ টি, ১টি ওয়াল্টন ট্যাপ, পানির পাত্র ৯ টি, প্লাষ্টিকের পুতুল ১টি ও মোবাইল সেট ৪টি, সিম কার্ড ৪টি, হাত ঘড়ি ১ টি সহ ২ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়।
আটককৃত দুই রাখাইন কক্সবাজার সদর উপজেলার টেকপাড়া এলাকার মংসেনসিংয়ের ছেলে উলা সিং (৩৩) ও চাউল বাজার এলাকার মৃত মংবুর ছেলে পুলো মং (৩৫)।