সোয়েব সাঈদ, রামু।
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজারে একই রাতে ৫টি দোকানে চুরির ঘটন ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল এসব দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থ সহ ২ লাখ টাকার মালামাল লুট করেছে।
শুক্রবার ১ এপ্রিল দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
চাকমারকুল ইউপি চেয়ারম্যান ও কলঘর বাজার পরিচালনা কমিটির সভাপতি মুফিদুল আলম আমাদের রামু কে জানিয়েছেন, চোরের দল রাতের যে কোন সময়ে বাজারে ৫টি দোকানে হানা দিয়ে মালামাল ও টাকা চুরি করে।
এতে বাজারের মিজানুর রহমানের মালিকানাধীন মিজান কম্পিউটার থেকে ১ লাখ টাকা, অভিপালের মালিকানাধীন প্রীতম স্টোরের ৩০ হাজার টাকা, বাবুলের করিম স্টোর থেকে ৩০ হাজার টাকা, জাহাঙ্গীর আলমের মালিকানাধীন রহমান ক্লথ স্টোর থেকে ২৫ হাজার টাকা এবং আবুল খায়ের এর কুলিং কর্ণার থেকে ১৫ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের ধারণা, চোরের দল তালা ভাঙ্গার সরঞ্জাম এনেছিলো। এ কারণে স্বল্প সময়ে সব দোকানের তালা ভাঙ্গতে সক্ষম হয়।
খবর পেয়ে সকালে রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, চাকমারকুল ইউপি চেয়ারম্যান ও কলঘর বাজার পরিচালনা কমিটির সভাপতি মুফিদুল আলম, রামু থানার এএসআই রাশেদ চুরি হওয়া দোকান সমূহ পরিদর্শন করেন।
এদিকে রামু থানা পুলিশ এ ঘটনায় বাজারের পাহারাদার আজাদ রহমান, মো. ফরিদ ও নুরুল ইসলাম নুরুকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, আটক ৩ পাহারাদারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।