আলাউদ্দিন লোহাগাড়া:
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দেওয়ান পাড়ার একটি পুকুর থেকে ১২ জুলাই সকাল সাড়ে ৫টার সময় ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে সংবাদ পাওয়া যায়। উদ্ধারকৃত লাশটি ওই ইউনিয়নের মৃত আবদুল মজিদের পুত্র আনোয়ার হোসেন (৪০)এর বলে থানা সূত্রে জানা গেছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাজাহান পিপিএমবার আমাদের রামু ডটকমকে জানান, রাতে অতিরিক্ত মদ্য পান করে রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় উক্ত পুকুরে আনোয়ার হোসেন পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফলে তার মৃত্যু হয়। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে সঠিক তথ্য জানা যাবে। এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।
সূত্রে জানা গেছে, স্থানীয়রা সকালে নামায পড়তে বের হলে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনোয়ার হোসেনের লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।