শহিদুল ইসলাম, উখিয়া।
উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪জন গাঁজাখোরকে আটক করেন।
মঙ্গলবার বিকালে হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজাখোরদের আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে ৩ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড অপর আরেক ১ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন।
দন্ডিতরা হলেন হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা গ্রামের আব্দুর রহমানের ছেলে রমজান আলী, মৃত এখলাসের ছেলে জাকির হোসেন, চাঁন মিয়ার ছেলে নুর মোহাম্মদ ও নাদের মোল্লার ছেলে ইদ্রিস মোল্লা।
এ ছাড়াও উখিয়ার মুহুরী পাড়া এলাকার ডনা মিস্ত্রিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।