শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, বিএনপির রাজনীতি এখন দিনদিন ফিঁকে হয়ে আসছে। মুক্তিযোদ্ধা বিরোধী এ দলটির নেতারা এখনো জামায়াত তোষননীতি ছাড়তে পারেনি। ফলে জাতির কাছে তারা এখনো মুক্তিযোদ্ধের স্বপক্ষে নাকি মুক্তিযোদ্ধের বিপক্ষে রয়েছে সে অবস্থান পরিস্কার করতে পারেনি।
তিনি আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় করতে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, অচিরেই উখিয়ার অসমাপ্ত কাজ শেষ করা হবে। বিগত ৭ বছরে উখিয়া-টেকনাফে অনেক উন্নয়ন হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। গরীব-দুস্থ, অসহায় মানুষের পাশে আজীবন থাকব।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজ সড়কের ভিত্তিপ্রস্থরকালে উপরোক্ত কথাগুলো বলেন সাংসদ।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নুর উদ্দিন মোঃ শিবলী, সহকারী প্রকৌশলী সোহরাব
হোসেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন, কক্সবাজার জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন জুয়েল। স্
থানীয় সরকার মন্ত্রাণালয়ের অধীনে উখিয়া উপজেলার ২টি ইউনিয়নে ৪টি এইচবিপি সড়কের ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৪ লক্ষ টাকা।
সড়কগুলো হল নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজ ও ফলিয়াপাড়া, শিলেরছড়া, টাইপালং ও রুমখাঁ সাবেক রুমখাঁ সড়ক।