নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া।
কুতুবদিয়ায় লবন পরিবহনে ট্রলিতে পলিথিন ব্যবহার না করায় ট্রলি চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার ৫ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, উপজেলার দক্ষিণ ধুরুং দরবার রোডে মঙ্গলবার মালবাহি ট্রলিতে পলিথিন ছাড়া লবন পরিবহন করায় ট্রলি চালক সাহাব উদ্দিনকে ৩ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালত।
ভেজা লবন পরিবহণে পলিথিন ব্যবহার না করায় লবনাক্ত পানি পড়ে সড়কের ব্যাপক ক্ষতি সাধন হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় বলে নির্বাহী অফিস সূত্রে জানা গেছে।