রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু হাসপাতালে ৯ এপ্রিল ২০১৬ শনিবার সকালে নবজাতকের নাড়ির যত্নে ৭.১ ক্লোরোহেক্সিডিন দ্রবন ব্যবহার সারাদেশে বাস্তবায়ন পটভূমি ও কর্ম পরিকল্পনার উপর কর্মশালা উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. আলতাফ হোসেন।
তিনি বলেন নবজাতকের মৃত্যুহার কমাতে সংক্রমন প্রতিরোধে ক্লোরহেক্সিডিন ব্যবহারে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে।
কর্মশালায় জানানো হয় নবজাতকের অত্যাবশকীয় পরিচর্যার মধ্যে জন্মের সাথে সাথে শিশুকে পরিস্কার ও শুকনো নরম সুতি কাপড় দিয়ে মোছতে হবে।
নাড়ির যত্নে জীবাণুমুক্ত উপায়ে নাড়ি কেটে ও বেঁধে একবার ক্লোরহেক্সিডিন লাগাতে হবে, অন্য কিছুই লাগানো যাবেনা, নাড়ি শুস্ক রাখতে হবে। শরীরে কাপড় জড়িয়ে শিশুকে উষ্ণ রাখতে হবে, জন্মের ১ ঘন্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে। জন্মের ৩ দিনের মধ্যে গোসল করানো যাবেনা।
এতে উপস্থিত ছিলেন রামুর নবাগত স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবদুল মন্নান, ট্রেনিং ফোকাল পার্সন নাসির উদ্দিন, শাখাওয়াত হোসেন, ডা. এহতেশাম, ডা.শামীম রাসেল, ডা. পুলক ধর, পি এইচ ডির ফিল্ড কোঅর্ডিনেটর নুরুল কবির প্রমুখ।
এ কর্মশালায় মেডিকেল অফিসার ,নার্স, স্যাকমোসহ স্বাস্থ্য বিভাগীয় মাঠ পর্যায়ের সকল কর্মচারী পর্যায়ক্রমে অংশগ্রহন করবেন বলে জানা গেছে।