কুতুবদিয়া প্রতিনিধি।
কুতুবদিয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাহাব উদ্দিন দীর্ঘ দিন ধরেই বেশ সুনামের সাথে বিচারিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। হঠাৎ তার বদলীর খবরে কিছুটা হলেও ব্যথিত হন দ্বীপের সাধারণ মানুষ। কেননা,প্রায় দু‘বছর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শূন্য থাকার পর কুতুবদিয়া আদালতে যোগদান করেছিলেন তিনি।প্রায় সাড়ে ৩ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে গত সোমবার ১১ এপ্রিল যাবার কালে ঘরোয়া পরিবেশে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় কুতুবদিয়া অফিসার্স ক্লাবের উদ্যোগে।
সংবর্ধনা সভায় নির্বাহি আিফসার সালেহীন তানভীর গাজী সভাপতিত্ব করেন। এ সময় বিদায়ী ম্যাজিস্ট্রেটকে ক্রেষ্ট প্রদান সহ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মহসীন সহ অনেকেই উপস্থিত ছিলেন সে অনুষ্ঠানে।
তিনি চলে যাওয়ার পর ওই দিনই রাত ৮টার দিকে জানা যায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের বদলীর অর্ডার আবার স্থগিত হয়েছে। তিনি আবার মঙ্গলবার দুপুরে কুতুবদিয়ায় আসার খবরে তাকে ষ্টীমারঘাট থেকে বরণ করে নিয়ে আসেন মানবাধিকার কমিশনের কুতুবদিয়া শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরিী মুকুল,এডভোকেট রাসেল সিকদার,সিরাজুল ইসলাম চৌধুরী,মোছলেম উদ্দিন,মো.ফরিদুল আলম,আব্দুল হামিদ,মো.ইসমাইল,এম.এন আবছার,এজাবত উল্লাহ মনু,নুরুল হোছাইন ফকির,আবুল কালাম আজাদ,মো.কাজল, শুক্কুর আহমেদ, মো.মুরাদ, মো.মনিরুল ইসলাম সহ অনেকই।
পরে আদালত প্রাঙ্গনে এলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে আদালতের আইনজীবি, আইনজীবি সহকারীগণ, বিভিন্ন স্তরের বিচার প্রার্থী সহ প্রায় সহস্রাধিক সাধারণ নাগরিক স্বাগত জানান।