রামু প্রতিনিধিঃ
রামু খিজারী অাদর্শ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ২০১৬ দিগ্বিজয়ী সংগঠনের অায়োজনে অালোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ এপ্রিল উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর – রামু অাসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।
সংগঠনের সদস্য প্রিয়ম বড়ুয়া রক্তিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিসকাত অাল অামিন শুভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল অালম, রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, কক্সবাজার জেলার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোসতাক অাহমদ, রামু উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু খিজারী অাদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক সাধন কুমার দে এবং সাবেক শিক্ষক নুরুল অামিন প্রমূখ।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, অভিভাবক বৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণের পূর্বে সংগঠনের পক্ষ থেকে নাটক, নৃত্য ও দলীয় পরিবেশনা পরিবেশিত হয়। অনুষ্ঠানে অতিথি শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।