হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশন প্রাপ্ত রামুর গর্জনিয়ার মাঝিরকাটা ইসলামি আদর্শ তরুণ সংস্থার (কক্স-২৫৬/০৩) ২০১৬-১৭ বছরের কার্যকরি কমিটির দুই বছর মেয়াদি সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার ১৫ এপ্রিল বিকেলে সংস্থার নিজস্ব কার্যালয়ে উৎসব মূখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসময় সদস্যদের বিপুল ভোটে মো.আকতার হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আনোয়ার হোসেন।
এছাড়াও উমর ফারুখ সহ-সভাপতি, মোহাম্মদ হাসান সহ-সাধারণ সম্পাদক, আবছার কামাল সাংগঠনিক সম্পাদক, উমর ফারুখ সোহেল অর্থ সম্পাদক এবং ফরিদুল আলম প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হয়েছেন।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন, কচ্ছপিয়া ইউনিয়ন বন্ধু মহলের সভাপতি মোহাম্মদ তৈয়ব উল্লাহ ও মাওলানা মহিউদ্দিন।
ভোট গণনাকালে মাঝিরকাটার আলহাজ্ব মোহাম্মদ শফি, আলহাজ্ব মাষ্টার ইসহাক, মাওলানা জাফর আহমদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।