হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
রামু থানা নিয়ন্ত্রিত গর্জনিয়া পুলিশ ফাঁড়ীতে নতুন ইনচার্জ হিসেবে যোগদান করেছেন উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। শুক্রবার ১৫ এপ্রিল বিকেলে রামু থানা থেকে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এর আগে সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পলাশ চন্দ্র সিংহ থেকে দায়িত্বভার বুঝে নেন। পলাশ চন্দ্র সিংহকে ফের রামু থানায় সংযুক্ত করা হয়েছে।
এদিকে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর নবাগত ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আমাদের রামু ডটকমকে মুঠোফোনে কর্মস্থলে যোগদান করার সত্যতা নিশ্চিত করে জানান, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে অপরাধ নির্মূলে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। অপরাধী যত বড়ই হোক না কেন ছাড় দেওয়া হবে না।