সোয়েব সাঈদ, রামু।
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া জিরানীখোলা এলাকায় বন্য হাতির হামলায় নজির আহমদ (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত নজির আহমদ পানেরছড়া পূর্ব পাড়ার মৃত আবদুর রশিদের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১৯ এপ্রিল সকাল ৯ টার দিকে নজির আহমদ তার মালিকানাধীন পানের বরজে কাজ করে বাড়ির দিকে যাওয়ার পথে একটি বন্যহাতি তাকে আঘাত করে। ওই সময় ঘটনাস্থলেই নজির আহমদ প্রাণ হারান।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম বন্য হাতির আক্রমনে নজির আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার নিহত নজির আহমদের দাফন সম্পন্ন করা হয়েছে।