নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া।
আয়েশা ছিদ্দিকা তাহমিনা ২০১৬ সালের প্রাথমকি বৃত্তি পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফলে স্থানীয় আলী আকবর ডেইলস্থ “বর্ণমালা কিন্ডার গার্টেন” স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
সে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল হায়দার পাড়া গ্রামের মু: বরুদ্দীন ও রফিকা বেগমের কনিষ্ঠা কন্যা এবং কুতুবদিয়া থানার রাইটার শহীদ ও দুবাই প্রবাসী মফিজ আলমের বোন।
তাহমিনা এর আগেও বিভিন্ন বে-সরকারি বৃত্তি অর্জন করেছে। ভবিষ্যতে সে ডাক্তার হতে আগ্রহী। তাহমিনা সকলের দোয়া প্রার্থী।