নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া।
কুতুবদিয়ায় পুকুরে গোসল করতে গিয়ে সাড়ে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২১ এপ্রিল উপজেলার উত্তর ধুরুং তেলিয়াকাটা গ্রামে পানি ডুবিতে শিশু মৃত্যুর ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার তেলিয়াকাটা গ্রামের ইলিয়াছের শিশু কন্যা তছলিমা বাড়ির পাশের পুকুরে দুপুর ১২টার দিকে একা গোসল করতে যায়। হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজনেরা খুঁজতে গিয়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় ধুরুং বাজারে বিশিষ্ট চিকিৎসক আলহাজ মো. নুরুল আলম কুতুবী‘র প্রাইভেট চেম্বারে নেয়া হয়।এ সময় চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন।
তছলিমা তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়া-লেখা করতো বলে জানা গেছে।