নঈম আল ইস্পাহানঃ
একদিন ভালো ছেলে হয়ে যাবো,
কাকতাড়ুয়াদের আগেই বাড়ি ফিরবো
হিরোইন,আফিম,মদ,গাঁজাতে বুঁদ হবোনা
শঙ্খচিল হয়ে ডানা মেলবো তোমাদের নগরীতে।
একটু বাঁচতে চাইবো মাদকাসক্তের বাইরে
আমরা অনেকেই অসুখী রাত্রিতে সুখ খুঁজি
মন্দ বলো তোমরা চিলের স্বভাব তাই;
নগরের কোলাহলে সব মুছে যায়,আমাদের অন্যায়
থেকে যায় তবে কিছু হতাহতের চিহ্ন
বা,রক্তের দাগে বিমূর্ত শার্টের বোতামধারী
সবাই ভালো থাকতে চাই,কিন্তু পারে কজন?
এই নগরী বিষাক্ত হাহাকারে ভরা
তোমার,আমার আফসোস নিয়তির খেলা
ইশ,ভালো নেই কেউ ঈশ্বর!