টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি জোয়ানরা। ২৩ এপ্রিল ভোররাতে সাবরাং নায়েক সুবেদার মো. আব্দুল রাজ্জাকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়ায় সাগরপাড় থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানান, ইয়াবা চোরাকারবারী একটি দল কাটাবুনিয়া গ্রামের জঙ্গলের মধ্যে আসলে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসময় পাচারকারীদের ফেলে যাওয়া পুটলা থেকে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।