প্রেস বিজ্ঞপ্তি :
সরকারি সফরে হংকং ও চীন যাচ্ছেন কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন । রোববার রাতে তিনি হংকং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়বার কথা রয়েছে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি সহায়তা প্রকল্পের আওতায় বেজার প্রতিনিধি দলের সাথে ১০ দিনের সফরে হংকং ও চীনের অর্থনৈতিক কর্মতৎপরতা সমৃদ্ধ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্টদের সাথে অভিজ্ঞতা বিনিময় করবেন।
সাত সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
আগামী ৫ মে সফর শেষে প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
সফরকালীন সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক ড. অণুপম সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।