হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর কচ্ছপিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার ঘোষনা দিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাকের আহমদ।
বুধবার ২৭ এপ্রিল সন্ধ্যায় স্টার পার্ক কমিউনিটি সেন্টার মিলনায়তনে এলাকার সুশীল সমাজের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ ইসমাঈল।
এসময় বক্তব্য রাখেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হাবিব আহমদ, তরুণ রাজনীতিক মোঃ তৈয়ব উল্লাহ, সাবেক সেনা কর্মকর্তা ফরিদুল আলম, স্থানীয় ইউপি সদস্য নজির হোসাইন, জাহাঙ্গীর আলম সওদাগর, বাদশা আলম, মোহাম্মদ ইউনুছ, শহর আলী, মোহাম্মদ বাদশা, আলহাজ্ব মোঃ হোছাইন, আবুল ফজল প্রমূখ।
বক্তব্যে সাবেক চেয়ারম্যান হাবিব আহমদ বলেন, এলাকার মানুষ ঐক্যবদ্ধ থাকলে জাকের আহমদের বিজয় সুনিশ্চিত। তাই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সবাইকে এগোতে হবে।
চেয়ারম্যান প্রার্থী জাকের আহমদ বলেন, আমি নৌকার মাঝি হতে চেয়েছিলাম। কিন্তু একটি পক্ষ তা হতে দেয়নি। তবে ভয়ের কারণও নেই। এখন আমি জনগণের মাঝি।
এদিকে মতবিনিময় সভা শেষে রাত আটটায় জাকের আহমদের সমর্থনে বিশালকার একটি আনন্দ মিছিল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য, মতবিনিময় সভায় বৃহত্তর ফাক্রিকাটা গ্রাম থেকে চেয়ারম্যান পদে জাকের আহমদ ও তৈয়ব উল্লাহর নাম উঠে আসে। কিন্তু সকলের মতামতের ভিত্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাকের আহমদই এলাকার একমাত্র প্রার্থী বলে ঘোষনা করা হয়। পাশাপাশি পরবর্তী নির্বাচনে তৈয়ব উল্লাহকে জাকের আহমদ ছাড় দিবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।