শহিদুল ইসলাম, উখিয়া।
বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন। বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী, উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ নাসির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুদে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন তথ্য অফিসের মকবুল আহাম্মদ। এ সময় বক্তারা বর্তমান সরকারের ব্যাপক সাফল্য তুলে ধরেন। পাশাপাশি সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড গতিশীল করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
উক্ত অনুষ্ঠান আয়োজন করেন কক্সবাজার জেলা তথ্য অফিস।
অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া পোষ্ট মাষ্টার জসিম উদ্দিন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।