শহিদুল ইসলাম, উখিয়া।
গরীব দুঃখীর বিচার পাবার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার শীর্ষক প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের উখিয়ায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উখিয়া উপজেলা পরিষদ চত্বরে এক মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী, উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল হুম্যান লয়ার এশোসিয়েশন এর ফিল্ড অফিসার মখলেচুর রহমান।
উপস্থিত ছিলেন উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রবিউর রহমান রবি সহ প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ।