শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসী কর্তৃক বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকায়।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের মোঃ শফর মুল্লুকের ছেলে হারুনুর রশিদ ২৬ তারিখ ব্যবসায়ীক কাজে উখিয়া অবস্থানকালীন সময়ে রাত ৮ টার দিকে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ছৈয়দ আকবরের ছেলে আবু তাহের, কামাল উদ্দিন ও রুবেল এর নেতৃত্বে তার বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেন।
এ সময় বাড়িতে থাকা খুরশিদা বেগমকে মারধর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে পালিয়ে যান। এ ব্যাপারে হারুনুর রশিদ বাদী হয়ে ৪ জনকে আসামী করে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উখিয়া থানার ওসি হাবিবুর রহমান জানায়, বিষয়টির ব্যাপারে তদন্ত অব্যাহত আছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।