সোয়েব সাঈদঃ
রামুতে ছাত্রলীগের উদ্যোগে মোটর শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষে জেলা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে এ শোডাউনের আয়োজন করে রামু উপজেলা ছাত্রলীগ।
বৃহষ্পতিবার বিকাল পাঁচটায় জেলা ছাত্রলীগের সহ সম্পাদক নুর হোসাইন মুন্না ও রামু উপজেলা ছাত্রলীগ নেতা সোহরাব কামাল জাবেদের নেতৃত্বে এ বিশাল মোটর শোভাযাত্রা রামুর বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকা প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত চৌমুহনী স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. তৌহিদুল ইসলাম বলেন, নৌকা প্রতীকের বাইরে গিয়ে নির্বাচন করার কোন সুযোগ নেই। প্রয়োজনে বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানাই।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা এডভোকেট ইমরান উদ্দিন আহমেদ রুবেল বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া সকল প্রার্থীদের জয় নিশ্চিত করার জন্য ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।
সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ রামু উপজেলা ছাত্রলীগের বর্তমান নেতৃত্বকে গতিশীল করার লক্ষে অনতিবিলম্বে কমিটি গঠনের জন্য জেলা ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি আহবান জানান।
সমাবেশে ও মোটর শোভাযাত্রায় রামু উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদ আলী খান, আনছারুল হক, তছলিম উদ্দীন সোহেল, ইমরান হোসেন ইমু, নুরুল আলম, নবী হোসেন রুবেল, ফরহাদ, আনোয়ার, জাহেদ, মোশাররফ হোসেন, ওবায়দুল হক, মিন্টু, উত্তম বড়ুয়া, রমিজ বড়ুয়া, রামু কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির, কলেজ ছাত্রলীগ নেতা সত্যজিৎ বড়ুয়া, সাজ্জাদ হোসেন, পিয়াল বড়ুয়া, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক বিল্পব বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন সভাপতি রামিন ছিদ্দিকী সোহেল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হিরু, চাকমারকুল ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, বাদশা, আমিনুল ইসলাম, ফরিদ, আমিন, জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগ নেতা টিপু সুলতান, রিদুয়ান প্রমূখ।
এর আগে রামু ওসমান ভবন থেকে শুরু হওয়া ছাত্রলীগ নেতৃবৃন্দের বিশাল মোটর বাইক শোভাযাত্রা রামু উপজেলার রাজারকুল, চাকমারকুল, জোয়ারিয়ানালা, রশিদনগর, ফতেখাঁরকুল ইউনিয়নের সড়ক-উপ সড়ক প্রদক্ষিন করে রামু চৌমুহনী চত্বরে এসে শেষ হয়।
উল্লেখ্য, রামু উপজেলায় আগামী ২৮ মে ৫টি এবং ৪ জুন ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।