অনুপম বড়ুয়া টিপু , ফ্রান্স থেকে :
ফ্রান্সের রাজধানী প্যারিসের ইউনেস্কো সদর দফতরে আগামী ২০ মে ‘বেশাখ ডে’ বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে এবারো উদযাপিত হবে। গত বছর থেকে উদযাপিত হওয়া ইউনেস্কোর বুদ্ধ পূর্ণিমার অনুষ্টানে এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ আনুষ্টানিকভাবে অংশগ্রহণ করবে বলে জানালেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে ইউনেস্কোয় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিসহ সদস্য রাষ্ট্র ভারত, ভুটান, শ্রীলংকা, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, চীন, কোরিয়া, জাপান, ভিয়েতনাম, মায়ানমার, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, ইন্দোনিশিয়া ও পাকিস্তানের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এ অনুষ্ঠানে বিশ্বজুড়ে বিভিন্ন বৌদ্ধ রাষ্ট্রের প্রাচীন স্থাপনা, কৃষ্টি, সভ্যতা ও নিদর্শনগুলি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানো হবে। তেমনি বাংলাদেশের হাজার বছরের বৌদ্ধ কৃষ্টি, সভ্যতা ও নিদর্শনগুলিও তথ্যসহ উপস্থাপন করা হবে।
ইউনেস্কোয় অনুষ্টিতব্য বাংলাদেশের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণকে সফল করার জন্য ফ্রান্সের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের আমন্ত্রণে বাংলাদেশ দূতাবাসে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের হেড অব চেন্সরী হযরত আলী, কুশলায়ন মেডিটেশন সেন্টার এর পরিচালক ভদন্ত জ্যোতি:সার ভিক্ষু, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজের ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া এবং বিবর্তন সম্পাদক অনুপম বড়ুয়া টিপু প্রমূখ।