শহিদুল ইসলাম,উখিয়া।
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি মেম্বার প্রার্থীরাও বসে নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় লোকজন নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
এছাড়াও নারী ভোটারদের আকৃষ্ট করতে উঠান বৈঠক অব্যাহত রয়েছে। প্রায় অর্ধশতাধিক যুবক আগামী ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হতে মরিয়া।
ইতিমধ্যে পালংখালী ইউনিয়ন পরিষদে ১৮ জন পুরুষ প্রার্থী, সংরক্ষিত মহিলা পদে ৫ জন মনোনয়ন পত্র গ্রহণ করেছেন। তাছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মেম্বার পদে যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১ নং ওয়ার্ড থেকে নুরুল আবছার চৌধুরী
২ নং ওয়ার্ড থেকে বখতিয়ার আহমদ
৯ নং ওয়ার্ড থেকে ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শাহ জাহান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রমজান আলী
৭ নং ওয়ার্ড থেকে নুরুল হক কোম্পানী সহ ১৮ জন প্রার্থী।
এছাড়াও সম্ভাব্য প্রার্থীরা হলেন পালংখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফয়েজুল ইসলাম, আবুল মনজুর, জাফরুল ইসলাম, মোঃ আনোয়ার সহ অর্ধশতাধিক যুবক মাঠে নেমেছে।
এদিকে সোমবার জালিয়াপালং ইউনিয়নের বিএনপির একক প্রার্থী নুরুল আমিন চৌধুরী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। স্
বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরীও মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করলেও আওয়ামীলীগের কোন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেননি এখনো।