রাহুল বিশ্বাস,বান্দরবান সদর :
বান্দরবানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১৩জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল আনুমানিক ১০ টার দিকে বান্দরবান কেরানিহাট সড়কের যৌথ খামার এলাকায় এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান,ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বান্দরবান থেকে কেরানিহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আদিল এন্টারপ্রাইজ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুই বাসে অবস্থানরত প্রায় ১৩ জন যাত্রী আহত হয়।
দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় আদিল এন্টারপ্রাইজের ড্রাইবার মোহাম্মদ শফি।
দূর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পরে বান্দরবান সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে।
দূর্ঘটনায় আহতরা হলেন (১) মোহাম্মদ শফি(ড্রাইবার) ৪৮ (২)খালিদ হোসেন ১০ (৩)শাহরিয়া হোসাইন ৬ (৪)মোহাম্মদ হালিম ৪১ (৫)সাজু শীল ২২ (৬)মোহাম্মদ শাহ্ আলম ৬৫ (৭) রোকেয়া বেগম ৩৫ (৮) গোলতাজ বেগম ১৪ (৯)মোহাম্মদ আলী ৩৫ (১০) শামীম আহম্মদ ৩৬ (১১) মাকসুদা চোধুরী ৩৬ (১২) মোহাম্মদ শাহ আলম ৪০ (১৩)মোহাম্মদ মোশারফ ৪৪।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ ফরহাদ উদ্দিন জানান,আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলে ও দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়া আদিল এন্টারপ্রাইজের ড্রাইবার মোহাম্মদ শফিকে পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।