নঈম আল ইস্পাহান:
সোহেল,টুম্পার ভালোবাসা অনেকদিনের।দুজন,দুজনের জন্য প্রেমের নানা রকম ইতিহাস তৈরি করে ফেলেছে ইতিমধ্যে।টুম্পা,সম্প্রতি ভাবছে তাদের প্রেমের রেজিষ্ট্রেষণ করবে।তাই সে সোহেল কে বললো,জান চলো আমাদের সম্পর্কের রেজিষ্ট্রেশন করে ফেলি।সোহেল বললো,রেজিষ্ট্রেশন তো সিমের হয়।টুম্পা বললো,আরে বেকুব বুঝলেনা? রেজিষ্ট্রেশন মানে হলো বিয়ে! সোহেল বললো কীভাবে করবো? আমি এখনো ভোটার হয়নি।আইডি কার্ড লাগবে তো!
লিপির চালচলন তার বাবা শাহজাহান সাহেবের একদম নরমাল মনে হচ্ছেনা।মেয়ে সারাদিন প্রাইভেটের নাম করে বাড়িতে থাকেনা।বাসায় থাকলেও স্যারের কাছে নোটের বাহানা দিয়ে মোবাইলে সারাক্ষণ কথা বলে।আদরের একমাত্র মেয়ে,তাই বকলেও সমস্যা।সেদিন বিকেলবেলা লিপি মাথানিচু হয়ে শাহজাহান সাহেবের সামনে আমতা আমতা করে বললো,বাবা নিবন্ধন করে ফেলেছি।শাহজাহান সাহেব বললো, কীসের? বায়োমেট্রিক নিবন্ধন? লিপি বললো,না বাবা।স্যারের সাথে ম্যারেজ, নিবন্ধন!