সোয়েব সাঈদ:
রামু উপজেলার চাইল্যাতলী একে আজাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ অর্জনসহ শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এনিয়ে শতভাগ পাশের ধারাবাহিকতা ধরে রাখায় বিদ্যালয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন জানিয়েছেন, এ বিদ্যালয় থেকে চলতি সনে এসএসসি পরীক্ষায় ৪০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। বুধবার প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টির সকল শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে রেহেনা আকতার নামের এক শিক্ষার্থী। এছাড়াও প্রাপ্ত ফলাফলে ৪০ জনের মধ্যে ১জন এ প্লাস, ১২ জন এ গ্রেড, ১৫ জন এ মাইনাস, ১০ জন বি গ্রেড ও ২ জন সি গ্রেড লাভ করেছে। পাশের হার ১০০%।
প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন আরো জানিয়েছেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদের আন্তরিক প্রচেষ্টায় এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
চাইল্যাতলী একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।