শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া শালবাগান ২৯ ব্যাটলিয়ন আনসার ক্যাম্পে সশস্ত্র রোহিঙ্গা ডাকাতরা ক্যাম্প অভ্যন্তরে প্রবেশ করে ব্যাটলিয়ন আনসারের পিসিকে এলোপাতাড়ি গুলি করে ১১ টি রাইফেলসহ ৪৯০ রাউন্ড গোলাবারুদ লুট করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।
এ সময় খবর পেয়ে ব্যাটলিয়ন আনসারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পিসি আলী হোসেনকে আহত অবস্থায় টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে শালবাগান ক্যাম্প এলাকায়। নিহত আলী হোসনের গ্রামের বাড়ী টাঙ্গাইল জেলার সখিপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
সূত্রে দীর্ঘ দিন ধরে নয়াপাড়া শরণাথী শিবিরের কুখ্যাত অস্ত্রধারী ডাকাতরা ২৯ ব্যাটলিয়ন আনসারের পিসি আলী হোসনের কাছে বিভিন্ন অনৈতিক সুবিধা দাবি করে আসছিল বলে জানা যায়। তিনি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় এ ঘটনার সৃষ্টি হয়।
শুক্রবার সকাল ৮ টার দিকে জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট দেওয়ান মতলুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন।
টেকনাফ থানার ওসি মোঃ আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।