শহিদুল ইসলাম, উখিয়া।
বাংলাদশে জাতীয়তাবাদী দল- বিএনপি কক্সবাজার জেলা শাখার নির্বাহী কমিটির অর্থ সম্পাদক ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস.এম শাহ আলম আগামী ৪ জুন নির্বাচনে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছৈয়দ আলম এর পক্ষে প্রকাশ্যে পথসভা, গণসংযোগ ও নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণ করেন।
জেলা ও উপজেলা বিএনপির একক প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের শৃংখলা ভঙ্গের অভিযোগ থাকায় জেলা বিএনপির অর্থ সম্পাদক ও বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বহিস্কারের সত্যতা নিশ্চিত করেন।