অনলাইন ডেস্কঃ
‘বাম ঐক্য ফ্রন্ট’ নামে বামপন্থিদের আরও একটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে।
চারটি বাম দল নিয়ে এই জোট গঠনের ঘোষণা দিয়ে নেতারা দেশে একটি ‘বিপ্লবী তত্ত্ববাবধায়ক’ বা ‘অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার’ গঠনের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়। জোটভুক্ত চারটি দল হচ্ছে— বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) একাংশ, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট ইউনিয়ন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসদের (একাংশ) আহ্বায়ক সন্তোষ গুপ্ত, কেন্দ্রীয় নেতা শওকত হোসেন আহমেদ, মহিনউদ্দিন চৌধুরী লিটন, সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সরওয়ার মোর্শদ, কেন্দ্রীয় নেতা আনোয়ার সাঈদ, গণমুক্তি ইউনিয়নের নেতা রাজা মিয়া, কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘দেশের বর্তমান রাজনৈতিক সংকটকালে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে ধরনের বক্তব্য হাজির করা হয়েছে, সেই বক্তব্য ও কর্মসূচির মাধ্যমে এই সংকট উত্তরণ সম্ভব নয়। বিপ্লবী তত্ত্ববাবধায়ক বা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারই একমাত্র সমাধানের পথ হতে পারে। আর বাম ঐক্য ফ্রন্ট এই সরকারের দাবি এগিয়ে নিতে অন্যান্য সব কমিউনিস্ট ও বামপন্থি দল গ্রুপ, ব্যক্তি প্রগতিশীল ব্যক্তি এমনকি শুভবুদ্ধিসম্পন্ন যেকোনো মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।’
সংবাদ সম্মেলনে ‘বিপ্লবী তত্ত্বাবধায়ক সরকার’ প্রসঙ্গে বিস্তারিত বক্তব্য তুলে ধরতে আগামী ২৬ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সেমিনার, ৯ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং বিভিন্ন জেলা-উপজেলা ও বিভাগীয় শহরে কর্মিসভা, পথসভা ও জনসভার কর্মসূচি ঘোষণা করা হয়।