টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী সস্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী ভুট্রোর পিতা সহ দুই জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ১৭ মে ভোর রাতে সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ সাংবাদিকের উপর হামলার ঘটনার এজাহারভূক্ত ৫ নং আসামী মৃত নজু মিয়ার পুত্র এজাহার মিয়া ও তার সহযোগি মৃত ফয়েজু রহমানের পুত্র আবুল কাসেমকে আটক করে।
এদিকে আটককে খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আহত সময় টিভির জেলা প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল আক্ষেপ প্রকাশ করে বলেন, মামলার এজাহার ভুক্ত ৫ নং আসামী হামলার সময় এই এজাহার মিয়া তার ছেলে ইয়াবা ব্যবসায়ী ভুট্রোসহ সন্ত্রাসীদেরকে উৎসাহিত করে অস্ত্রসস্ত্র এনে দিয়ে আমাদের ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়েছেন। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার করা যাবে।
তিনি আরো জানান, প্রশাসনের প্রতি আমাদের দাবি অতি সত্তর মামলার প্রধান আসামী সস্ত্রাসী ও তালিকা ভুক্ত ইয়াবা ব্যবসায়ী ভুট্রোকে আইনের আওয়াতাই নিয়ে আসার আহবান জানাচ্ছি।
অভিযান পরিচালনাকারী এসআই কাঞ্জন কান্তি দাশ আসামী আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করে আমাদের রামু ডটকমকে বলেন, মামলার এজাহার ভুক্ত সব আসামীদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।