অনলাইন ডেস্কঃ
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তার জন্য আইন করা হয়েছে, গণমাধ্যমের জন্য নয়।
মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, এই আইন করা হয়েছে নারী-শিশুসহ সবার ব্যক্তিগত এবং সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য। সাইবার অপরাধী ও হ্যাকারদের হাত থেকে ডিজিটাল জগতের নিরাপত্তার স্বার্থে। আইনের কোনো ধারায় গণমাধ্যম বা গণমাধ্যমকর্মীদের কথা বলা হয়নি। সংবিধানের ৩৯ ধারা, তথ্য অধিকার আইন, সম্প্রচার আইন, গণমাধ্যমকর্মী আইন- এসব আইন সমুন্নত রেখেই ডিজিটাল নিরাপত্তা আইন কাজ করবে।
এ সময় আরজেএফের চেয়ারম্যান এসএম জহিরুল ইসলামসহ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।