আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার স্থানীয় সময় দুপুরে রিয়াদের রাজকীয় প্রাসাদে শেখ হাসিনার সঙ্গে বাদশাহ সালমানের বৈঠক হয়। পরে তারা মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে বলে শেখ হাসিনা জানিয়েছেন। সৌদি বাদশাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
সৌদি বাদশাহর সঙ্গে বৈঠকের পর রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “সৌদি আরবের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। খুব ভালো আলোচনা হয়েছে। সৌদি বাদশাহকে সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেছেন, বাংলাদেশে আসবেন।”
সৌদি বাদশাহর আমন্ত্রণে চার দিনের সফরে মঙ্গলবার সৌদি আরব পৌঁছান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তিনি মক্কায় ওমরাহ পালন করবেন। সফর শেষে শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।
সূত্রঃ বিডিনিউজ