হাফিজুল ইসলাম ছৌধুরীঃ
কক্সবাজারের রামুর গর্জনিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে, এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক ইউনিয়নের পশ্চিমবোমাংখিল গ্রামের মাওলানা এজেহারুল হকের ছেলে মো.মুহিবুল্লাহ (২৮)। রামু থানার ওসি মো.আবুল মনসুর বলেন, ভিকটিম কর্তৃক সংশ্লিষ্ট আইনে দায়েরকৃত মামলায়- আসামি মুহিবুল্লাহকে বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান- গত বুধবার সন্ধ্যায় মুহিবুল্লাহ গর্জনিয়ার জুমপাড়ার এক তরুনীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। বিষয়টি গ্রামে রটে গেলে স্থানীয় জনতা ওই যুবককে আটকে রাখেন। পরে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর সহকারি উপপপরিদর্শক (এএসআই) মনজুর এলাহী এবং এটিএসআই বদরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তাঁকে গ্রেপ্তার করে সঙ্গে সঙ্গে থানায় প্রেরণ করেন।