সোয়েব সাঈদ, রামুঃ
রামুতে ডিজিটাল প্রিন্ট এন্ড প্রিন্টিং প্রেস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) বাদ জুমা রামু চৌমুহনী বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে ভিক্টর প্লাজায় রামুবাসীর কাংখিত এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন, রামু বাইপাস কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আবদুল হক।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ছাড়াও বিশেষ অতিথি ছিলেন, রামু থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনছুর, পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি অধ্যাপক রফিকুল আলম, সহ সভাপতি রুহুল আমিন রকি, রামু উপজেলা যুবলীগের সহ সভাপতি আবছার কামাল সিকদার, উপ-সহকারি প্রকৌশলী আলা উদ্দিন খান, জোয়ারিয়ানালা বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি শফিকুর রহমান, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সদস্য জসিমুল ইসলাম, মহলজ্জামা, নুরুল ইসলাম, রশিদ মিয়া, মো. ওসমান ও তাহেরা আকতার, সাবেক ইউপি সদস্য ছৈয়দ হোসেন, উপজেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান ও নবীউল হক আরকান, ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল হক, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবলীগ সভাপতি জাবেরুল কালাম, সহ সভাপতি জহির আহমদ ও আবুদ শুক্কুর, আওয়ামীলীগ নেতা শাখাওয়ার হোসেন, নাহিদ, ছৈয়দ মিয়া, জহিরুল হক, হালিমুর রায়হান, মাহমুদুল হক, লোকমান হাকিম আরমান, জালাল আহমদ, জিয়াবুল হাকিম, ব্যবসায়ি বক্তার আহমদ, আকতার আহমদ পুতু, মিজানুর রহমান প্রমূখ।
প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, রামুতে নিজস্ব মেশিনে নিখুঁত ও সুলভ মূল্যে প্রিন্ট এর নিশ্চয়তায় এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। এ প্রতিষ্ঠানে ডিজিটাল ব্যানার, লাইটবক্স, এলইডি সাইনবোর্ড, সব ধরনের স্টিকার, ডিজিটাল ফেস্টুন, পাথর খোদাই, পোস্টার, লিফলেট, ক্যাশ মেমো, ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড, ক্রেস্ট, শপি ব্যাগ সহ বিভিন্ন প্রকার ছাপার কাজ করা যাবে।