সংবাদ বিজ্ঞপ্তি:
চকরিয়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সভা শুক্রবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় প্রেস ক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবকন্ঠ, দৈনিক হিমছড়ি প্রতিনিধি ও চকরিয়া টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মো. আবদুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এ.কে.এম বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের নতুন সময় প্রতিনিধি এম. রায়হান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় ও দেশবিদেশ প্রতিনিধি এস.এম হান্নান শাহ, অর্থ সম্পাদক দৈনিক আমাদের কক্সবাজার প্রতিনিধি জহিরুল আলম সাগর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ বেতার প্রতিনিধি মোহাম্মদ জাহেদ, দপ্তর সম্পাদক দৈনিক দেশ জনতা ও দৈনন্দিন প্রতিনিধি এম. নুরুদ্দোজা জনি, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক দৈনিক খবরপত্র ও ইনানী প্রতিনিধি অলি উল্লাহ রনি, নির্বাহী সদস্য দৈনিক জনতার প্রতিনিধি মো. আবদুল মতিন চৌধুরী, দৈনিক রূপালী সৈকতের মো. ফেরদৌস ওয়াহিদ ও দৈনিক আলোকিত উখিয়ার সাঈদী আকবর ফয়সাল।
সভায় ক্লাবের সার্বিক কার্যক্রম নিয়ে ক্লাবের কর্মকর্তারা সন্তোষ্ট প্রকাশ করেন এবং আরো এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।