হাফিজুল ইসলাম চৌধুরী :
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় বুধবার ২৫মে বিকেলে প্রতিদ্বন্দ্বি তিন শক্তিশালী চেয়ারম্যান প্রার্থীর পৃথক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এসব পথসভায় মিছিল সহকারে স্ব স্ব কর্মী ও সমর্থকরা যোগদান করেন। এসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে একাধিক মাইক ও বাধ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাস করে বিভিন্ন স্লোগানে গ্রামীণ জনপদকে মূখরিত করতে গিয়ে তিন চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে নুরুল আমিন (নৌকা), জাকের আহমদ (আনারস) ও আবু ইসমাঈল মোহাম্মদ নোমানের (ধানের শীষ) কয়েক‘শ সমর্থক অজ্ঞান হয়ে যান। পরে তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়।
কচ্ছপিয়া ইউনিয়নের হুমাইরা মেডিকেল স্টোরের মালিক ডাঃ মাওলানা আলী আকবর জানিয়েছেন, মিছিলে স্লোগান দিতে গিয়ে জ্ঞান হারানো প্রায় অর্ধশতাধিক লোক তাঁর ক্লিনিক থেকে চিকিৎসাসেবা নিচ্ছে। তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সরকারী হাসপাতালে রেফার করা হয়েছে।
কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নৌকার মিছিলে শতাধিক লোক জ্ঞান হারিয়েছে। তাঁদেরকে ইউনিয়ন পরিষদের নিচে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
যুবদলনেতা কামরুল আহসান সোহেল বলেন, ধানের শীষের মিছিলে স্লোগান দিতে গিয়ে অর্ধশতাধিক লোক জ্ঞান হারিয়েছে।
কচ্ছপিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাকের আহমদ জানিয়েছেন, তাঁর পক্ষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। যার প্রমাণ হলো সর্বশেষ মিছিল ও পথসভা।
তিনি বলেন, পথসভায় মিছিল সহকারে যাওয়ার সময় প্রায় ১৫০ জন সমর্থক অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার সাথে সাথেই তারা আবারও আনারস আনারস বলে স্লোগান দিচ্ছিলো।