খালেদ শহীদ, রামুঃ
রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠির সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র ১৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ২৯ ডিসেম্বর শনিবার রামুর ফতেখাঁরকুলে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ। যুগ্ম সম্পাদক ডা. এম এন আবদুল গফুরের পবিত্র কোরআন তেলওয়াতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী বলেন, বংশের পূর্ব পুরুষরা আত্মীয়তার সর্ম্পক প্রতিষ্ঠা ও সুদূর প্রসারী করতে প্রতিষ্ঠিত করেছিলেন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’। দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ এ জনগোষ্ঠি প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ। বংশ পরম্পরায় প্রাচীন জনগোষ্ঠির প্রজন্ম সদস্যরা সমাজবদ্ধতা, ভ্রাতৃত্ববোধ ও স্বজনদের আন্তরিক সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। আমরাও সেই ধারাবাহিকতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা পরিবার ও প্রজন্ম সদস্যদের নিয়ে ভ্রাতৃত্ববোধ-শ্রদ্ধায় স্বজনদের পাশে থাকতে চাই। তিনি বলেন, এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যানের ত্যাগ ও পরিশ্রমের ফসল আজকের ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’। তিনি দীর্ঘ তিন বছর রামু-উখিয়ার এ বংশের সদস্যদের দ্বারে দ্বারে গিয়ে ছিলেন। তিনি স্বজনদের আন্তরিক সম্পর্ক উন্নয়নের কথা উপলব্ধি করেছিলেন। সেই উপলব্ধি থেকেই ২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম হয় এ সংগঠন।
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকাস্থ সংগঠনের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী’র গৃহাঙ্গনে ১৬তম ইছালে ছওয়াব মাহফিল ২০১৮ আয়োজন উপলক্ষে ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আলোচ্য বিষয় উপস্থাপন করে শুভেচ্ছা বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল¬াহ খালেদ।
সভার মুল-আলোচনায় বক্তৃতা করেন, ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সহ-সভাপতি মাহমুদুল হক সিকদার, সাংগঠনিক সম্পাদক মাষ্টার জাফর আলম সিকদার, জাফর আলী সিকদার প্রজন্ম কমিটি পূর্ব ধেচুয়াপালং’র আহবায়য়ক মো. আবদুল গণি সিকদার, সদস্য সচিব মো. নাসির উদ্দিন, হোছন আলী সিকদার প্রজন্ম কমিটি ফতেখাঁরকুল’র আহবায়ক ফরিদুল আলম, সদস্য সচিব মোহাম্মদ ইয়াহিয়া, ফতেহ আলী মাতবর প্রজন্ম কমিটি ফতেখাঁরকুল’র আহবায়ক আবছার মিয়া, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ নুরুল আলম সিকদার, সদস্য সচিব মো. সালাহ উদ্দিন, মাগনআলী সিকদার প্রজন্ম কমিটি পূর্ব ধেচুয়াপালং’র সদস্য সচিব আবদুল খালেক, সদস্য রকিম উল্লাহ, মো. ফারুক, মো. ওমর ফারুক, হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটি ফতেখাঁরকুল’র সদস্য তারেক আজিজ ও পূর্ব ধেচুয়াপালং’র সালাহ উদ্দিন চৌধুরী, মো: হোছন, শমশের আলী সিকদার প্রজন্ম কমিটি হলুদিয়া পালং’র সদস্য মো. শহীদুল ইসলাম সিকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আন্তরিকতা ও শ্রদ্ধার সম্মিলনে প্রতিবছর ধর্মীয় মূল্যবোধে বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আয়োজনের লক্ষে ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সকল কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। সাংগঠনিক প্রক্রিয়াকে সচল রাখতে তরুণ প্রজন্মকে অগ্রভাগে থাকতে হবে। সামাজিকতা ও আত্মীয়তার সর্ম্পক উন্নয়নে এ সংগঠনের কার্যক্রমকে প্রজন্ম থেকে প্রজন্ম প্রসার ঘটাতে হবে।
ধর্মীয় ভাবগাম্ভির্যে ও উৎসবমুখর পরিবেশে প্রতিবছরের ন্যায় এ বছরও রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নে অফিসেরচর এলাকাস্থ ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র ফতেহ আলী মাতবর প্রজন্ম কমিটির আলহাজ¦ হামিদুর রহমান সিকদারের গৃহাঙ্গনে আগামী ২৯ ডিসেম্বর শনিবার ১৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ২০১৮ অনুষ্ঠিত হবে। ইছালে ছওয়াব মাহফিলের সফল আয়োজনের লক্ষে প্রত্যেক প্রজন্ম কমিটির পৃথক পারিবারিক সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রজন্ম কমিটি’র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নির্ধারিত টাকা সংগ্রহ করে, আগামী ১৫ ডিসেম্বর শনিবারের মধ্যে জমা দিবেন।