বিদেশ ডেস্ক:
ফ্রান্স উদীচীর ১০ বছর ও বাংলা বর্ষবরণ ১৪২৩ এর আয়োজনের সফল সমাপ্তি হলো গত ২২ মে ২০১৬ রবিবার, ফ্রান্সের অবারভিলিয়ে শহরে অবস্থিত L’Embarcadère হলে।
উদীচীর গত ১০ বছরের কার্যক্রমের স্থিরচিত্র নিয়ে চ্যানেল আই ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম ও ফ্রান্স উদীচীর তথ্য, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার এর যৌথ পরিকল্পনায় এবং ফ্রান্স উদীচীর সভাপতি কিরন্ময় মণ্ডল ও সহ সভাপতি রোজী মজুমদারের তথ্য সহায়তায় নির্মিত ৮ মিনিটের ভিডিও চিত্র দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
দ্বিতীয় পর্বে আলোচনা ও ১০ বছর পূর্তিতে বিশিষ্ট জনকে সম্মাননা প্রদান করে উদীচী ফ্রান্স সংসদ। এ পর্বের সঞ্চালনায় ছিলেন ফ্রান্স উদীচী সভাপতি কিরন্ময় মণ্ডল এবং সাধারন সম্পাদক আহাম্মেদ আলী দুলাল। সম্মাননা প্রদান করা হয় ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একুশের পদকপ্রাপ্ত মূকাভিনয় শিল্পী ও ফ্রান্স সরকারে সর্বোচ্চ নাগরিক সাংস্কৃতিক সম্মান নাইট উপাধী তে ভূষিত পার্থ প্রতিম মুজুমদার, উবারভিলিয়ে শহরের সহকারী মেয়র Anthony DAGUET, লেখক ও গবেষক ফ্রান্স সরকারের সর্বোচ্চ সম্মান নাইট উপাধী এবং ফরাসী একাডেমীতে পুরস্কারে ভূষিত এবং বাংলাদেশ সরকারে স্বাধীনতা মৌত্রী পুরস্কারপ্রাপ্ত ড. পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো এনামুল হক, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ফ্রান্সে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম, ফ্রান্সের ইনালকো বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. ফিলিপ বেনোয়া, প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী ও শিক্ষয়ত্রী হাসনাত জাহান, অভারভিলিয়ে শহরের ভি এসোসিয়েটিভ এর পরিচালক কার্লোস সামেদোকে। সম্মাননা স্বরূপ সবাইকে উত্তরীয় পড়িয়ে দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সদস্য এবং ফ্রান্স উদীচী সভাপতি কিরন্ময় মণ্ডল।
তৃতীয় পর্বে শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হয় বাংলাদেশের ষড়ঋতুকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ফ্রান্স আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি লিটন খান, বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারন সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ এবং বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার সভাপতি রমেন্দ্র কুমার চন্দ শুভেচ্ছা বক্তব্য দেন। শিশু-কিশোরদের এই অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ফ্রান্স উদীচীর সহ সভাপতি রোজী মজুমদার ও শিশু বিষয়ক সম্পাদক সুস্মিতা বড়ুয়া।
শিশুদের পরিবেশনার পরপরই শুরু হয় বড়দের সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানের পরিকল্পনায় যৌথভাবে ছিলেন উদীচী ফ্রান্স সংসদের সহ সভাপতি রোজি মজুমদার, সাগর বড়ুয়া ও কোষাধ্যক্ষ সম্পা বড়ুয়া।
সাংস্কৃতিক সম্পাদক নন্দন ধর এর তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় উদীচীর বিশেষ আয়োজন শুভঙ্কর চক্রবর্তী লেখা নাটক ‘মড়া’। নাট্য সম্পাদক বিজয় সরকার এর তত্ত্বাবধানে উদীচীর উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রদীপ কুমার বড়ুয়া এবং দীপক নিকোলা গোমেজ এর যৌথ পরিচালনায় ‘মড়া’ নাটক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় উদীচীর আয়োজন।