আমাদের রামু রিপোর্ট:
গর্জনিয়ার ৮ নং ওয়ার্ডের স্কুলমুড়া গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মঞ্জুরুল আলম (৩০) এর মৃত্যুর খবর পাওয়া গেছে।
২৯ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে গর্জনিয়ার চেয়ারম্যান তৈয়ব উল্লাহ নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ মে ভোটের আগের রাতে গর্জনিয়ার চেয়ারম্যান তৈয়ব উল্লাহর বাড়িতে হামলা করেন বিদ্রোহী প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের লোকজন। হামলাকারীরা যাওয়ার পথে নৌকার সমর্থক মঞ্জুরুল আলমকে গণপিটুনি দেন। এতে তিনি মাথা সহ গুরুতর আহত হন।
আহত মঞ্জরুলকে প্রথমে কক্সবাজার সদর হাসাপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ২৮ মে তাকে চট্রগ্রামে রেফার করা হয়।