প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সকালে দলীয় কার্য্যালয়ে কোরআন খানি, মিলাদ মাহফিল, ও বিকেল ৪ টায় আলোচনা সভা অনুষ্টিত হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়া ছিলেন ক্ষণজন্ম পুরুষ, সংকট মূহূর্তের হাল ধরার জন্য তাঁর জন্ম । সংকট কালে তাঁর অভাব বেশি অনুভূত হয় । তাঁর সংক্ষিপ্ত জীবন অথচ স্বাধীনতা সংগ্রাম থেকে বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়ন সংগ্রাম সর্বত্রই শহীদ জিয়ার সফলতা দেশের মানুষ আমৃত্যু মনে রাখবে। শহীদ জিয়ার ইতিহাস বাংলাদের মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। শহীদ জিয়ার ৩৫তম শাহাদত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহেশখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি কালারমারছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এবং কালারমারছড়া ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এখলাছুর রহমান একথা বলেন ।
কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব ছিদ্দিক আহমদের সভাপতিত্বে হাফেজ রেজাউল করিমের কোরান তেলাওয়াত ও উপজেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম ছাদেকের পরিচালনায় অনুষ্টিত উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মোস্তফা কামাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকারিয়া, উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য জসিম উদ্দিন চৌধুরী, বশির আহমদ, মোজাম্মেল হক, উপজেলা যুবদলের সহ-সভাপতি সালাহ উদ্দিন নূরী পিয়ারু, উপজেলা যুবদল নেতা ক.ম আলমগীর, জাহাঙ্গীর আলম মনির, ডা: নাছির উদ্দিন, জেলা যুবদল সদস্য আমান উল্লঅহ আমান, ইউনিয়ন যুবদল নেতা উচমান গণি, ছরওয়ার কামাল, বিএনপি নেতা মোঃ ফেরদৌস, বশির আহমদ, কুতুব উদ্দিন, ছাত্রদল নেতা আসমাউল হাসান প্রমূখ। উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীব।