সোয়েব সাঈদ:
রামুতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠির শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) প্রকল্পের ২০১৫-২০১৬ অর্থবছরে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির এসব অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, সরকার দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের জনগোষ্ঠিকে সুশিক্ষিত করে সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের মহৎ এ উদ্দেশ্য বাস্তবায়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক সহ সর্বস্তুরের জনতাকে ভুমিকা রাখতে হবে।
বুধবার, ১ জুন বিকাল তিনটায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাত্র-ছাত্রীদের ২ লাখ টাকার শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ করেন। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১ হাজার টাকা, কলেজ পর্যায়ে ১৪ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার ১০০ টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪৭ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া জানিয়েছেন, অনুষ্ঠানে রামুর তিনটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানকে (মন্দির) ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়াও রামুর দুটি বৌদ্ধ ধর্মীয় প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।