সোয়েব সাঈদ:
রামুর গর্জনিয়া থোয়াংগেরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামালের পিতা আলহাজ্ব নুর আহমদ (৬০) সোমবার, ৬ জুন বিকাল সাড়ে চারটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন কিডনী রোগে আক্রান্ত নুর আহমদ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়াস্থ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত ছিদ্দিক আহমদের ছেলে। মৃত্যুকালে নুর আহমদ স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে যান।
নুর আহমদ দীর্ঘবছর সৌদি আরবে কর্মরত ছিলেন। শিক্ষক, সাংবাদিক মোহাম্মদ কামালের পিতা নুর আহমদের মৃত্যুর খবরে পরিবার-পরিজন ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
আজ সোমবার রাত সাড়ে ৯ টায় রামু কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
এসএসসি ৯৯ ব্যাচের সদস্য শিক্ষক মোহাম্মদ কামালের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৯৯ ব্যাচের সকল সাবেক শিক্ষার্থীবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।