নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় আবদুল কাদের (৬০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কাদের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৃত দেলায়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাড়িকেড দিলে রাস্তার দু’পার্শ্বে যানবাহন আটকা পড়লে শত শত যাত্রী দুর্ভোগে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ব্যাড়িকেড উঠিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
চিরিংগা হাইওয়ে পুলিশের আইসি আবুল হাশেম মজুমদারেআমাদের রামু ডটকমকে জানান, সকালে মহাসড়কের ফাঁসিয়াখালী রাস্তার মাথা এলাকায় বৃদ্ধ আবদুল কাদের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। এসময় কক্সবাজারগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।