কয়েকদিনের টানা বর্ষনে বাঁকখালী নদীতে পানির প্রবল স্রোতে ভেসে আসছে কাঠের টুকরো (লাকড়ি)। এসব কাঠ ধরতে জীবনঝূঁকি নিয়ে শিশু-কিশোরসহ নারী-পুরুষ নেমে পড়ে নদীতে। সোমবার, ১৩ জুন বিকালে রামুর ফতেখাঁরকুল হাইটুপী ভূতপাড়া এলাকা থেকে ছবিটি তুলেছেন আমাদের রামু ডটকম এর বিশেষ প্রতিনিধি সোয়েব সাঈদ।