আমাদের রামু রিপোর্ট:
কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজন ‘জঙ্গী’সহ আরো ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে শুক্রবার রাত থেকে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত ২৪৩ জনকে গ্রেপ্তার করা হলো।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ওসি কাজী মো: দিদারুল আলম জানিয়েছেন, রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টার অভিযানে রামুতে একজন জঙ্গীসহ ৯ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও কক্সবাজার সদর উপজেলায় ২২ জন, চকরিয়া উপজেলায় ১৫ জন, মহেশখালীতে ৬ জন, কুতুবদিয়ায় ৪ জন, উখিয়ায় ৮ জন, টেকনাফে ২১ জন, পেকুয়ায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।